ডাকাতি ঢাকা-রাজশাহীগামী যাত্রীবাহী বাসে

ডাকাতি ঢাকা-রাজশাহীগামী যাত্রীবাহী বাসে

ঢাকা-রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত একটা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া দুইটার দিকে গাড়িটি নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে এসে পৌঁছে।

৯৯৯ থেকে ফোন পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে সেখানে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ।

তিনি জানান, ‘সিরাজগঞ্জের কাচিকাটা এলাকা থেকে ৭ জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে ওঠে ওই বাসে। পরে তারা অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বাসটিকে পাবনার ঈশ্বরদী সড়কের দিকে নিয়ে গিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন লুটে নেয়। এরপর বিভিন্ন স্থানে ওই ডাকাত দলের সদস্যরা নেমে যায়। বাসে মোট ২১ জন যাত্রী  ছিলেন। আর ডাকাত দলের সদস্যরা ছিলো ৭ জন। তারা বিভিন্ন স্থানে নেমে গেছে। সর্বশেষ বেলপুকুরেও নেমেছে কেউ।’

ওসি আরও জানান, ওই ঘটনায় ঘটনাস্থলেই মামলা হতে পারে। সেখান থেকে পুলিশ চাইলে আমরা সহযোগিতা করবো। ঘটনার সঙ্গে বাসের চালক, সুপারভাইজার বা সহকারী চালক জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখতে পারে তারা। চাইলে তাদের আমরা আটক করে সেখানে পাঠাতে পারবো।’

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা