রাজশাহীতে অবরুদ্ধ দুইশত বছরের শিব মন্দির
আবুল কালাম আজাদ( রাজশাহী): ‘আমরা নিরুপায়ের মতো সারেন্ডার করে দিয়েছি। আমাদের মন্দিরে প্রবেশের কোনো রাস্তা তারা রাখেনি। স্থানীয়ভাবে আলোচনা হয়েছে। দোকানী সাতদিন সময় চেয়েছেন সমাধানের জন্য। আমরা অপেক্ষা করছি।’কথাগুলে বলছিলেন রাজশাহীতে অবরুদ্ধ হয়ে পড়া ১৯৪ বছরের মন্দিরটির সহ-সাধারণ সম্পাদক দিলীপ কুমার। কোন ভাবে চোখে পড়ছে সাইনবোর্ডে, তাতে লেখা ছোট শিব মন্দির। স্থাপিত ১৮৩১। সে অনুযায়ী

