শিক্ষকের সাথে নাবালিকা ছাত্রীর বিয়ে

শিক্ষকের সাথে নাবালিকা ছাত্রীর বিয়ে

সিরাজগঞ্জের তাড়াশের বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুচিত্রা মাহাতোর (১৫) বাল্যবিয়ে হচ্ছে তারই শ্রেণি শিক্ষক জয়দেব মাহাতোর (৩০) সঙ্গে। আজ বুধবার এই বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

সুচিত্রা তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের শ্যামল মাহাতোর মেয়ে। আর বর রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘড়িয়া গ্রামের যাদব চন্দ্র মাহাতোর ছেলে জয়দেব কুমার মাহাতো ও একই বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক।

জানা গেছে, বিয়ের কার্ড ছাপিয়ে করোনার সময়েই বুধবার সন্ধ্যায় তাদের বিয়ে হবে। স্কুলছাত্রীর বিয়ের জন্য বর ও কনের বাড়িতে চলছে বিয়ের সাজ সাজ রব।

বাল্যবিয়ে প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মাহাতো বলেন, করোনার কারণে বিদ্যালয় বন্ধ আছে। এজন্য কোন শিক্ষকের সঙ্গে ছাত্রীর বিয়ে হচ্ছে, তা জানা নেই তার।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম জানান, স্কুলছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়েছি। আর তার বাল্যবিয়ে বন্ধ করতে তাড়াশ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া