শ্রীলঙ্কায় একই ভেন্যুতে হবে দুই টেস্ট

শ্রীলঙ্কায় একই ভেন্যুতে হবে দুই টেস্ট

আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা

 

প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে ২৪ অক্টোবর। অবশ্য সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিন ম্যাচ সিরিজের দু’টি টেস্ট একই ভেন্যুতে হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ আগস্ট) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

করোনার সময় ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার ঝুঁকি নিচ্ছে না আয়োজক দেশ। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সেটা দেখা গেছে। চলমান ইংল্যান্ড-পাকিস্তান সিরিজেও যেটা পরিলক্ষিত হচ্ছে। তিন টেস্টের দু’টিই হচ্ছে একই ভেন্যুতে। শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজেও সেটাই হবে।

সুজন বলেন, ‘এটা তো শুধু তিন ম্যাচের একটা সিরিজই নয়, সফরটা খুব দীর্ঘ৷ তাছাড়া করোনার কারণে অনেক প্রটোকল আছে। সব নিয়ম মেনে আমাদের  এগোতে হবে। ফাইন টিউনিং চলছে। শিগগিরই সূচি চূড়ান্ত হবে। ‘

টেস্ট দু’টি কোথায় হবে সেটা এখনও নিশ্চিত করেননি প্রধান নির্বাহী। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, কলম্বোতে এই টেস্ট দু’টি হওয়ার সম্ভবনা বেশি।

আকরাম খান বলেন, ‘কলম্বোতে দু’টি টেস্ট হওয়ার সম্ভবনা বেশি। কারণ কলম্বোতে সুযোগ সুবিধা বেশ রয়েছে। ’

করোনা ভাইরাসের কারণে সব পরিস্থিতি পরিবর্তন হয়েছে। যার ফলে ভিন্ন ভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজন থেকে সরে আসছে আয়োজক দেশ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডিসি, এসপির কঠোর হুঁশিয়ারী প্রয়োজনে বদলী হবো কিন্তু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ 

মে দিবসের ইতিহাস