সাম্যবাদী দল (এম.এল)মনোনীতদের নৌকা প্রতীক বরাদ্দ দিতে দিলীপ বড়ুয়ার আবেদন

সাম্যবাদী দল (এম.এল)মনোনীতদের নৌকা প্রতীক বরাদ্দ দিতে দিলীপ বড়ুয়ার আবেদন
সাম্যবাদী দল সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। ফাইল ছবি

আবু নোমান:::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪–দলীয় জোটের শরিক দল হিসেবে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এবং ১৪–দলীয় নির্বাচনী জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সাম্যবাদী দলরে সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আজ শনিবার এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন।

আবেদনে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত কিছু রাজনৈতিক দল নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে। বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪–দলীয় নির্বাচনী জোটের শরিক দল হিসাবে জোটবদ্ধভাবে নির্বাচন করবে।

এমতাবস্থায় পিআরও ২০(১) (এ) ধারা অনুযায়ী ১৪–দলীয় নির্বাচনী জোটের শরিক দল হিসাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) ও ১৪–দলীয় নির্বাচনী জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::