শিবচরে ঔষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শিবচরে ঔষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ওষুধ প্রশাসনের আয়োজনে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় শিবচর প্রেসক্লাবের হলরুমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শিবচর উপজেলা শাখার সহযোগিতায় রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রির শাস্তি এবং এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় । কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শিবচর উপজেলা শাখার সভাপতি মোঃ বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাদারীপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন ঔষধ পরিদর্শক মো: তোফায়েল । এ সময় উপস্থিত ব্যবসায়ীগণকে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন, নকল, ভেজাল, রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ উপজেলার ওষুধ ব্যবসায়ীগণ। অনুষ্ঠানে মাদারীপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল বারী উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::