নিঝুম দ্বীপে জোয়ারে ভেসে এসেছে বিদেশি জাহাজের বার্জ

নিঝুম দ্বীপে জোয়ারে ভেসে এসেছে বিদেশি জাহাজের বার্জ

সমাচার ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের চরে জোয়ারের পানিতে ভেসে এসেছে জনমানবহীন একটি বার্জ। ধারণা করা হচ্ছে এটি ভোলায় ভেসে আসা বিদেশি জাহাজ ‘আল কুবতানের’ অংশবিশেষ। গত বৃহস্পতিবার জোয়ারের পানি নেমে যাওয়ার পর শত শত লোক এটি দেখতে ভিড় করেন। এর আগে মঙ্গলবার থেকে বড় নৌকার মতো বার্জটি দেখে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়। নিঝুম দ্বীপের স্থানীয় বাসিন্দা আজিম মাহমুদ বলেন, অনেক কষ্টে উপরে উঠেছি। এতে কোনো মালামাল বা লোকজন নেই। এটি দেখতে পল্টুন বা ফুটবল খেলার মাঠের মতো। জোয়ার নেমে যাওয়ায় এখন এটি কূলে আটকে আছে। নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাবিকবিহীন ২০ ফুটের অধিক এ নৌযানটির ওপরের অংশ খোলা। সম্ভবত ভোলায় ভেসে আসা ‘আল কুবতানের’ তার অংশবিশেষ এটি। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আটকে থাকা বার্জের অংশবিশেষ হতে পারে এটি। খবর পেয়ে নিঝুম দ্বীপে আটকে থাকা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসন ও নৌপুলিশকে জানানো হয়েছে। ১৪ জুলাই ভোলা জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরনিজাম এলাকায় একটি চরে জনমানবহীন একটি বার্জ আটকা পড়ে। যার গায়ে লেখা ‘আল কুবতান’। এটি কোনো জায়গা থেকে এসেছে তার সন্ধান পাওয়া যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু