বেলকে নিয়েই ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

বেলকে নিয়েই ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ওয়েলস। এই বিশ্বকাপকে সামনে রেখে বুধবার (৯ নভেম্বর) ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ রব পেজ।চোট শঙ্কা থাকলেও দলে রয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা গ্যারেথ বেল।জাতীয় দলের জার্সিতে ১০৮ ম্যাচে বেল করেছেন ৪০ গোল। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা এখন খেলছেন যুক্তরাস্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলসের হয়ে। এমএলএসে শেষ মুহূর্তে গোল করে ক্লাবটিকে শিরোপা জেতান এই তারকা। এর আগে অবশ্য বেশ কিছুদিন ইনজুরিতে ভুগেন তিনি। শিরেপা জেতার পরও অবশ্য বলেছিলেন একেবারেই চোটমুক্ত নন। তবে ওয়েলস কোচ ঠিকই বিশ্বকাপ দলে রেখেছেন তাকে।আগামী ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ওয়েলস। ‘বি’ গ্রুপের তাদের সঙ্গী ইংল্যান্ড ও ইরানও।
 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া