বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে
সুরুজ তালুকদার,(বাকেরগঞ্জ প্রতিনিধি) : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এমপির সম্মুখে ভোট জালিয়াতির মাধ্যমে এমপির মনোনীত প্যানেল বিজয়ের অপচেষ্টার পরিকল্পনার গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ ও একাধিক টিভি চ্যানেলে  ভাইরাল হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এমপির প্রভাব খাটিয়ে ভোট জালিয়াতির এম অপচেষ্টার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে। বাকেরগঞ্জের সাধারণ জনগণের ভোট প্রধান নিশ্চিত করতে ৬মে সোমবার  বক্তব্য প্রদানকারী আবদুল হক কে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল এসপি অফিসে নিয়ে যাওয়া হয়।
বরিশাল জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে। আবদুল হকের ভোট জালিয়াতির এমন গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বচ্ছ ভোট গ্রহনের বিরুদ্ধে ভোট জালিয়াতির গোপন বৈঠকের বক্তব্যকারী আবদুল হকের সরকার বিরোধী এমন অপচেষ্টার বিষয় তথ্য সংগ্রহের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে আরো কোনে চাঞ্চল্যকর তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::