বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে রাখা যাবে না গ্যাসে চালিত গাড়ি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে রাখা যাবে না গ্যাসে চালিত গাড়ি
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে যে সব উৎসব জাতীয় প্যারেড স্কয়ার, সংসদ ভবন, টুঙ্গিপাড়ায় হবে তার এক কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডারের গাড়ি রাখা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানগুলো শেষ করতে যাচ্ছি, সঙ্গে স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু করব ১৬ ডিসেম্বর। অনেকগুলো অনুষ্ঠান নভেম্বরের শেষে থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমরা পালন করব। বিদেশ থেকে মেহমানরা অনুষ্ঠানগুলোতে আসবেন। এখন পর্যন্ত খবর পেয়েছি দুজন রাষ্ট্রপ্রধান হয়তো আসতে পারেন। এখনও আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারব না।তিনি বলেন, ১৬ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠান স্থল ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে আরেকটি জাতীয় অনুষ্ঠান হবে। সব কিছু মিলিয়ে ডিসেম্বর মাসটি অনুষ্ঠানের মাসে পরিণত হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে যা যা করার আমরা সবাই করব। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠান হবে। সেখানে গ্রাম বাংলার লোকজ শিল্পকে তুলে ধরা হবে। বাংলাদেশে ঐতিহ্য নিয়ে সেখানে সাতদিন ব্যাপী অনুষ্ঠান হবে। সেখানে প্রধানমন্ত্রী যাবেন।আসাদুজ্জামান খান কামাল বলেন, এই সব উৎসব স্থল যেমন জাতীয় প্যারেড স্কয়ার, সংসদ ভবন, টুঙ্গিপাড়ার এক কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডারের গাড়ি রাখা যাবে না। এক কিলোমিটার দূরে গাড়ি রেখে সভাস্থলে আসতে হবে। সেই নিষেধাজ্ঞাটাও আমরা জারি করব। কারণ আপনারা জানেন, গ্যাস সিলিন্ডার অনেক সময় বিপত্তি ঘটায়। সেটা লক্ষ্য রেখেই আমরা এগুলো করতে যাচ্ছি৷ সভার সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারা দেশের অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আসা ও যাওয়ার সময়ের নিরাপত্তা এবং বিদেশিদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এই অনুষ্ঠান ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি উপ-কমিটি এবং দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য আরেকটি উপ-কমিটি দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডিসি, এসপির কঠোর হুঁশিয়ারী প্রয়োজনে বদলী হবো কিন্তু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ 

মে দিবসের ইতিহাস