আদালতে হাজিরা দিলেন পরীমনি

আদালতে হাজিরা দিলেন পরীমনি
নিজস্ব প্রতিবেদক  : বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে হাজিরা দিয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেননি।  তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।  ৩১ আগস্ট মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।৪ আগস্ট বিকেল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।  এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গ ১৯ আগস্ট তৃতীয় দফায় একদিনের রিমান্ড হয়। রিমান্ড শেষে তাকে ২১ আগস্ট কারাগারে পাঠানো হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি