বাল্য বিয়ে বন্ধ, খাবার খেয়ে বিদায় বরযাত্রী

বাল্য বিয়ে বন্ধ, খাবার খেয়ে বিদায় বরযাত্রী
হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাল জন্মসনদে আয়োজন করা স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।বাংলানিউজে সংবাদ প্রকাশের পর এ ব্যবস্থা নেয় প্রশাসন।শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিয়ে বাড়িতে উপস্থিত হলে পুলিশ দেখে পালিয়ে যান মেয়ের বাবা মা। তবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা মেয়ের বড় ভাইকে।স্থানীয়রা জানান, রান্নার আয়োজন শেষ হওয়ার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ খবরে বিয়ে বাড়িতে আসেননি বড়। পরে রান্না করা খাবার খাওয়ানো হয় কিছুসংখ্যক বরযাত্রী ও স্থানীয় লোকজনকে।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম  জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে আয়োজন করবেন না বলে মুচলেকা দিয়েছেন মেয়েটির বড় ভাই। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, বাল্য বিয়ের জন্য আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ মিয়া ও সচিব প্রণতিশ চন্দ্র দাস জাল জন্মসনদ দিয়েছেন বলে প্রমাণ মিলেছে। তাদের কাছে লিখিতভাবে জবাব চাওয়া হবে। উপযুক্ত জবাব না পেলে দুইজনকেই আইনের আওতায় আনা হবে।জানা গেছে, শুক্রবার আজমিরীগঞ্জ উপজেলা সদরের গিয়াস উদ্দিনের মেয়ে ও মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মেয়েটির বিয়ে হওয়ার কথা। বিদ্যালয়ে সংরক্ষিত তথ্য অনুযায়ী মেয়েটির বয়স ১৩ বছর ৬ মাস ২১ দিন। একই জন্ম তারিখ উল্লেখ আছে ২০১৬ সালের ১৭ নভেম্বর ইউনিয়ন পরিষদের দেয়া জন্ম নিবন্ধনেও।কিন্তু গত ৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ মিয়া ও সচিব প্রণতিশ চন্দ্র দাসের স্বাক্ষরে মেয়েটির নামে আরেকটি জন্ম নিবন্ধন করা হয়েছে। এতে জন্ম তারিখ দেখানো হয়েছে ২০০৩ সনের ১০ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী তাঁর বয়স এখন ১৮ বছর ৭ মাস।এদিকে, স্থানীয় সরকার বিভাগের ওয়েব পোর্টাল ঘুরে মেয়েটির নামে দুইটি জন্মসনদ পাওয়া গেছে। আগেরটিতে জন্মস্থান আজমিরীগঞ্জের ফতেহপুর উল্লেখ থাকলেও গত ৬ সেপ্টেম্বরে করা জন্মসনদে তার জন্মস্থান দেখানো হয়েছে হবিগঞ্জ। প্রথমটিতে মায়ের নাম মো. সঞ্জুমেন বিবি। কিন্তু দ্বিতীয়টিতে দেয়া হয়েছে মোছা. সঞ্জুমন বিবি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা