ধেয়ে আসছে হারিকেন হেনরি, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

ধেয়ে আসছে হারিকেন হেনরি, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন হেনরি। তাই নিউইয়র্কসহ উপকূলীয় অঙ্গরাজ্যেগুলোতে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।রোববার (২২ আগস্ট) এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রোববার নিউইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশজুড়ে আঘাত হানতে পারে হারিকেন হেনরি। হারিকেনটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল। এছাড়া ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।এজন্য উপকূলের সব বাসিন্দাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি ঝড়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে।যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অংশগুলোতে হারিকেনের আঘাতের ঘটনা বিরল। এর আগে ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সর্বশেষ বব নামে হারিকেনের আঘাতে ১৭ জন নিহত হন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডিসি, এসপির কঠোর হুঁশিয়ারী প্রয়োজনে বদলী হবো কিন্তু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ 

মে দিবসের ইতিহাস