ডা. ভাগ্যধন বড়ুয়ার মা আর নেই

ডা. ভাগ্যধন বড়ুয়ার মা আর নেই
বিধু বালা বড়ুয়ার স্মরণে রোববার বিকেলে নগরের নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধবিহারে স্মরণসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর সংঘরাজ ভিক্ষু পরিষদের সহ-সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্বে ও ব্যাংকার শাসন বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্মৃতিচারণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জ্ঞানরত্ন মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, ইউএসটিসির সাবেক উপাচার্য ও বাংলাদেশ বুডিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, চবি প্রাচ্যভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, ফ্লাইট সার্জেন্ট (অব.) লোকনাথ বড়ুয়া, রাঙামাটি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. প্রীতিপ্রসূন বড়ুয়া, প্রফেসর ডা. কল্যাণ বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, বাসস’র বিশেষ প্রতিবেদক সমীর কান্তি বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, রিসোকোসেকাই’র কাঞ্চন বড়ুয়া, ডা. হিমাদ্রি বড়ুয়া, মানিক বড়ুয়া, ড. জাপান বড়ুয়া প্রমুখ।  এ সময় প্রয়াত বিধুবালা বড়ুয়াকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লায়ন আদর্শ কুমার বড়ুয়া, চিটাগাং সিনিয়রস ক্লাব, বাংলাদেশ বুডিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, চকরিয়া বুডিস্ট ফাউন্ডেশন, রিসোকোসেকাই, তারুণ্যের উচ্ছ্বাসের পক্ষে সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া