শরণখোলায় ভারীবর্ষণে মানুষ পানিবন্দী ধসে গেছে আঞ্চলিক মহাসড়ক

শরণখোলায় ভারীবর্ষণে মানুষ পানিবন্দী ধসে গেছে আঞ্চলিক মহাসড়ক

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া প্রবল ও ভারীবর্ষণে শরণখোলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ধসে গেছে রায়েন্দা পাঁচরাস্তা এলাকায় শরণখোলা মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বড় একটা অংশ সড়ক। ঝুঁকির মধ্যে পড়েছে যানবাহন চলাচল।
জানা যায়, ভারী বৃষ্টিপাতে উপজেলার সাউথখালী, ধানসাগর খোন্তাকাটা এবং রায়েন্দা ইউনিয়নের মাঠঘাট পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে অনেক মাছের পুকুর এবং সব্জিখেত। উপজেলা সদর রায়েন্দা বাজারের খাদ্যগুদাম এলাকাসহ বাজারের অধিকাংশ আবাসিক এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক বাসাবাড়ীতে পানি ঢুকে পড়েছে। বাসায় পানি ওঠায় দুপুরে রান্না করতে পারেনি ডা. রুহুল আমিনের পরিবার।
ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু জানান, ব্যপক বৃষ্টিতে বাধাল ও হোগলপাতি গ্রামের অনেক বাড়ীঘর প্লাবিত হয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, জলাবদ্ধ এলাকা থেকে দ্রুত পানি অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল