সোনার বাংলা গড়ার কাজ প্রায় শেষের পথে: মাহমুদ আলী

সোনার বাংলা গড়ার কাজ প্রায় শেষের পথে: মাহমুদ আলী
নিজস্ব প্রতিবেদক : সোনার বাংলা গড়ার কাজ প্রায় শেষের পথে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।রোববার (৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।আবুল হাসান মাহমুদ আলী বলেন, নিন্দুকেরা মুখে যাই বলুক, দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দেশে এগিয়ে যাবে, সোনার বাংলা গড়ার কাজ প্রায় শেষে পথে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ছুটির কারণে উৎপাদন প্রক্রিয়া বন্ধ থাকায় অর্থনীতি ব্যাহত হয়। মহামারির ধারাবাহিকতায় অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগস্ত হয়েছে সমাজের দরিদ্র অংশ। তাদের দীর্ঘ সময়ে ভোগান্তি লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। প্রবাসী আয় বৃদ্ধির জন্য সরকার নগদ প্রণোদনা দিয়েছে। এতে প্রবাস আয় বৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দেশে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে দক্ষ জনবল বিদেশে পাঠানোর মাধ্যমে প্রবাসী আয় আরও বাড়বে। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু