মমতার শপথে অতিথিদের তালিকায় বিরোধীপক্ষের প্রথম সারির সব নেতা

মমতার শপথে অতিথিদের তালিকায় বিরোধীপক্ষের প্রথম সারির সব নেতা
আন্তর্জাতিক ডেস্ক  : নির্বাচনের  আগে ও চলাকালে তীর্যক মন্তব্যে সরগরম ছিল পশ্চিমবঙ্গ। তবে শপথ অনুষ্ঠানে সম্প্রীতির  বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীপক্ষের প্রায় সব নেতাকেই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্র্রণ জানিয়েছেন ‘দিদি’। বুধবার (৫ মে) ভারত সময় সকাল পৌনে ১১টার দিকে নাগাদ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, রাজনৈতিক সৌজন্য মেনেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পাঠানো হবে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। বিরোধী নেতা-নেত্রী ছাড়াও নিজের দলের বেশ কয়েকজনকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছ। এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সীসহ একাধিক নেতা-নেত্রী। বুধবারের ছিমছাম অনুষ্ঠানে মমতা একাই শপথ নেবেন বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু