করোনায় মৃত্যু আরও ৪১, শনাক্ত ২৭৪৭

করোনায় মৃত্যু আরও ৪১, শনাক্ত ২৭৪৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু্ হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭৮১ জনে।

আর নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪৭ জন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৯১টি ল্যাবে ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হলে এদের মধ্যে দুই হাজার ৭৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, এ পর্যন্ত ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে মোট করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯১৩ জন। মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। শনাক্তের বিবেচনায় সুস্থ হওয়ার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ।

মোট মৃতের মধ্যে পুরুষের সংখ্যা দুই হাজার ৯৮৭ জন আর নারীর সংখ্যা ৭৯৪ জন। অর্থাৎ পুরুষ করোনা রোগীদের মধ্যে মৃত্যুর হার ৭৯ শতাংশ। আর নারীদের মধ্যে তা ২১ শতাংশ।

এদিকে বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যুর হার ষাটোর্ধ্বদের মধ্যে। ষাটের বেশি বয়স এমন এক হাজার ৮১৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, যা মোট মৃত্যুর ৪৮ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মারা যায় ১৮ মার্চ। সারা বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৭১ হাজার ৬৩৫ জন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা