বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের ছোবলে প্রতিদিনই বাড়ছে মৃত্যু-আক্রান্তের হার। এই ভাইরাস নানা সময়ে ধরন বদল করার কারণে একে প্রতিরোধ কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন।টিকা আবিষ্কারের পর তার প্রয়োগও হচ্ছে। এরমধ্যে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেলো ৩০ লাখ। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার ২০৬ জনের।শনিবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হালনাগাদ তথ্যে বিষয়টি জানা যায়।চীনের উহান থেকে বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে গেছে এ করোনা ভাইরাস। এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ৩১ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ৮৯৩ জন।সবচেয়ে বেশি প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জনের। এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে মারা গেছে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। এরপর রয়েছে মেক্সিকো। দেশটিতে প্রায় ২ লাখ ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া