আল্লাহ আরও একটা জীবন দিলেন, লড়াই চালিয়ে যাব: ইমরান খান

আল্লাহ আরও একটা জীবন দিলেন, লড়াই চালিয়ে যাব: ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক : গুলিবিদ্ধ হয়েও অল্পের জন্য বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। কারণ বন্দুকধারীর গুলি তার ডান পায়ে লেগেছে। এভাবে বেঁচে যাওয়ার কারণে তিনি আল্লাহর দরবারে শোকরিয়া জানিয়েছেন।  লংমার্চে বন্দুকধারী তাকে লক্ষ করে গুলি ছোড়ে। কিন্তু তার ডান পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। বর্তমানে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমরান খান।হাসপাতাল থেকেই এক বিবৃতিতে ইমরান খান বলেন, আল্লাহ আমাকে আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করবো।
গত শুক্রবার থেকে পাকিস্তান জুড়ে লং মার্চ শুরু করেছেন ইমরান। দেশে সত্যিকারের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তিনি পথে নেমেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চের একটি সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন বেশ কয়েকজন পিটিআই নেতা। দলের এক কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ডন। হামলার সময় ইমরানের কাছে থাকা নেতারা জানিয়েছেন, একে-৪৭ রাইফেল দিয়ে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।  পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন, ইমরান খান আশঙ্কামুক্ত, তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো অজ্ঞাত এক বন্দুকধারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যমে বন্দুক উঁচিয়ে ধরা অবস্থায় তার একটি অস্পষ্ট ছবি প্রকাশিত হয়েছে। সূত্র: আল-জাজিরা

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া