হারের পর অধিনায়ক বললেন, আমরা শিখছি!

হারের পর অধিনায়ক বললেন, আমরা শিখছি!

স্পোর্টস ডেস্ক:মাত্রই তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। অভিষেক ম্যাচে গোল্ডেন ডাকে ফিরেছিলেন। দ্বিতীয় ম্যাচেও ১৭ রান করে ফিরে যাওয়ায় তার ব্যাটের বারুদ দেখতে পায়নি কেউ। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ২৯ বলে খেললেন ৭১ রানের চোখ ধাঁধানো ইনিংস। তাতে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা! অথচ আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছর পার করে ফেলা লিটনরা এখনও শিখছেন! হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস পুরস্কার বিতরণী মঞ্চে বললেন, ‘আমরা শিখছি।’ দুটি সফরে নিউজিল্যান্ডে ২টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার পরও লিটন যা বললেন, তাতে বোঝাই যাচ্ছে, টাইগারদের শিক্ষা সফর এখনও চলমান, ‘ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না। এটারই মূল্য দিতে হয়েছে। আমরা উপমহাদেশের উইকেটে খেলে অভ্যস্ত। তবে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়, এটা নিয়ে ভাবতে হবে আমাদের। নিউজিল্যান্ডের আবহাওয়ায় মানিয়ে নিয়ে এখানকার উইকেটে কীভাবে খেলতে হয়, আমরা তা শিখছি।’ নিউজিল্যান্ড সফরে বরাবরের মতো এবারও কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টিতেও হোয়াটওয়াশ হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা