বিএনপির মরা গাঙে জোয়ার নয়, কিছু ঢেউ এসেছে: কাদের

বিএনপির মরা গাঙে জোয়ার নয়, কিছু ঢেউ এসেছে: কাদের

নিউজ ডেস্ক :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন তো খরার মধ্যে ছিল, ১৩ বছরই তো মরা গাঙে জোয়ার আসে নাই। এখন কিছু ঢেউ দেখতে পাচ্ছেন, এটাকেই ভাবছেন লক্ষ লোকের ঢেউ!তিনি বলেন, সাংবাদিকরাও এতদিন পর ঘুমন্ত মানুষ জেগে উঠেছে—এই ছবিটা প্রচার করতে আনন্দ পাচ্ছে।এটাই গণতন্ত্রের সৌন্দর্য।রোববার (২৩ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের অতীত ভুলে যাবেন না, মার খেতে খেতে আমাদের কী অবস্থা হয়েছে! আওয়ামী লীগ অফিসের সামনে ফুটপাতে একুশে ফেব্রুয়ারির মিটিং আমরা করতে পারিনি। বাধা কাকে বলে বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত দেখেনি, তারা নির্যাতনের শিকার হয়নি।বিএনপি আমলে আওয়ামী লীগ নেতাদের নির্যাতনের ইতিহাস তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, মোহাম্মদ নাসিম আজ নেই, কতবার তাকে রাস্তায় পেটানো হয়েছে। মতিয়া চৌধুরীকে পেটানো হয়েছে। একেবারেই সাধারণ একটি সমাবেশে আব্দুস সামাদ আজাদকে রেহাই দেওয়া হয়নি। বিএনপি এখন বাধার কথা বলে!তিনি আরও বলেন, তারা তো এখন রাস্তায় নামছে। আপনারা সাংবাদিকরা অনেকেই জানেন কিনা করেছে তারা, বাঁধা কাকে বলে! বিএনপি আমলে পাঁচ বছরে পাচদিনও আমি ওবায়দুল কাদের ঘরে থাকতে পারিনি। ফখরুল সাহেবরা বাসায় আছেন, সবাই ঘরে এসির নিচে আছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা