শামীম-শাহাদাত-বক্কর-সুফিয়ানের বিরুদ্ধে ২ মামলা

শামীম-শাহাদাত-বক্কর-সুফিয়ানের বিরুদ্ধে ২ মামলা

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী থানা পুলিশের করা মামলায় শাহাদাত ও নাসিমন ভবন থেকে আটক ১৫ জনসহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের ট্রাফিক বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় ট্রাফিক বিভাগের এক সার্জেন্টে বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। নাসিমন ভবন থেকে আটক ১৫ জনকে ট্রাফিক বক্সে হামলা ও ভাঙচুরের মামলায় আসামি করা হয়নি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছিল নগর বিএনপি। সেই সমাবেশে আসা মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ছোড়া হলে সংঘর্ষ শুরু হয়। তাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।
এরপর সন্ধ্যায় পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতাল থেকে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করে পুলিশ।
এ সময় তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মারুফ, স্থানীয় বিএনপি নেতা মো. আলীকেও আটক করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া