শৈত্যপ্রবাহের কারণে হিলি বন্দরে পণ্য খালাসে ধীরগতি

শৈত্যপ্রবাহের কারণে হিলি বন্দরে পণ্য খালাসে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক ; তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পণ্য খালাসে ধীর গতি দেখা দিয়েছে। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বাড়ায় প্রতিদিন যেখানে সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হতো সেখানে এখন কাজ শুরু হচ্ছে দুপুর ১২টারও পর। তবে সংশ্লিষ্টরা বলছেন এতে আমদানি-রফতানি কার্যক্রমে কোনও প্রভাব পড়ছে না। হিলি স্থলবন্দরের শ্রমিক শেরেগুল ইসলামবলেন, গত কয়েকদিন ধরেই ঠাণ্ডা বেড়েছে। সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। এজন্য আমরা বন্দরে ঠিকমতো কাজ করতে পারছি না। আগে প্রতিদিন সকাল ১০টার মধ্যে কাজ শুরু হতো, সেখানে এখন অনেক সময় লাগছে। শীতের কারণে কাজের দেরি হয়ে যাচ্ছে। অপর শ্রমিক জাহিদুল ইসলামবলেন, প্রচণ্ড শীতের কারণে আমরা ঠিকমতো বস্তা তুলতে পারছি না। এ কারণে কাজ খুব একটা হচ্ছে না। শীত আর ঘন কুয়াশার মাঝে যাওয়া আসার কারণে ও কাজ করায় আমাদের জ¦র-সর্দি ও কাশিসহ নানা ধরনের অসুখ হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি শীত। এর ওপর শীতের কাপড় না থাকায় আরও বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে।
স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনবলেন, কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে শীতের প্রকোপ অনেকটা বেশি। এর সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে দুপুর ১২টা পর্যন্ত। এরমধ্যে গত তিন দিন ধরে হিলিতে সূর্যের দেখা নেই। শীতের কারণে হিলি স্থলবন্দরের কার্যক্রম চালু থাকলেও পণ্য খালাস কার্যক্রম কিছুটা বিলম্বিত হচ্ছে। বন্দরে কর্মরত শ্রমিকরা আসতে দেরি করছেন। এ কারণে বন্দরের ভেতরে পণ্য খালাস কার্যক্রম শুরু হতেও কিছুটা বিলম্বিত হচ্ছে। শীতের প্রকোপ কমে গেলে শ্রমিকরা যথাসময়ে আসলে আবারও স্বাভাবিক অবস্থায় বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম চালু হবে বলে জানান তিনি। আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেনবলেন, আজকে (গতকাল) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের এই অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আর এ কারণে বাড়তি শীত অনুভূত হচ্ছে। আগামী এক-দুদিন এমন অবস্থা থাকবে, পরে পরিস্থিতির উন্নতি হবে। এরপর থেকে ধীর ধীরে নিয়মিতভাবে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: খুরশিদ আলম