পি কে হালদারের সহযোগী রাশেদুলের দায় স্বীকার

পি কে হালদারের সহযোগী রাশেদুলের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল ইসলাম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার রিমান্ড শেষে রাশেদুলকে আদালতে হাজির করা হয়। এরপর তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান তা রেকর্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাকিম বাকি বিল্লাহ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে, গত ২৫ জানুয়ারি পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও রাশেদুল ইসলামের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৪ জানুয়ারি বিকেলে সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। পরদিন (২৫ জানুয়ারি) তাদেরকে দুদক কার্যালয়ে নেয়া হয়। তাদের বিরুদ্ধে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত