রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি বিএনপির

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলে রোহিঙ্গা প্রত্যাবাসন যেন আরও দুস্কর না হয়ে ওঠে সেজন্য দ্রুত ‘কার্যকর কূটনৈতিক ব্যবস্থা’ গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের প্রতি এই দাবি জানান। আগের দিন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। দীর্ঘ দিন সেনাশাসনের কবলে থেকে গণতন্ত্রের পথে যাত্রার এক দশক না হতেই প্রতিবেশী দেশটিতে সেনাবাহিনীর এই অভ্যুত্থানে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার অগ্রাহ্য করে জনগণের ওপর কর্তৃত্ববাদী শাসনের নির্মম শিকার বাংলাদেশের জনগণের অভিজ্ঞতার প্রেক্ষিতে বিএনপি মনে করে যে, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মায়ানমারের জনগণ গণতান্ত্রিক অধিকার ও শাসনব্যবস্থা অর্জন করেছিল তা কেড়ে নেওয়া অনৈতিক ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, জনগণের নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহির রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতি প্রতিবেশী মিয়ানমারের জনগণকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, তা বাংলাদেশের ‘ভুক্তভোগী জনগণ’ ভালোভাবেই অনুভব করে বিধায় তারা মিয়ানমারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত দেখতে চায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা