ডাসারে বীরমুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

ডাসারে বীরমুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন
প্রণব কুমার সাহা(মাদারীপুর প্রতিনিধি):মাদারীপুরের ডাসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে ডাসার উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকাল ৯টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে উপজেলা হলরুমে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান, সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের প্রভাষক সুমন্ত কুমার হালদার,  শশিকর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ, ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও যুদ্ধ কালীন কমান্ডার হাকিম তালুকদার,ডাসার উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার, মতিউর রহমান হাওলাদার, কাজী মতিউর রহমান বাদল, গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত  কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে মুক্তিযুদ্ধে তার অবদান সহ নানা বিষয়ে আলোচনা করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::