শ্রীপুরে প্রথম স্ত্রী ও সন্তান নিয়ে বিব্রত যুবক

শ্রীপুরে প্রথম স্ত্রী ও সন্তান নিয়ে বিব্রত যুবক

গাজীপুরের শ্রীপুরে বিয়ের এক বছরের মধ্যে স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনতে না পারা, অন্তঃসত্ত্বার তথ্য গোপন, নবজাতক, তালাক ও নতুন বিয়ের ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছেন এক যুবক। শুধু যুবকই নয় পুরো পরিবার এমনকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণও সমস্যার সমাধান দিতে না পাড়ায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন।এ ঘটনা ঘটেছে শ্রীপুর উপজেলার বরমী এলাকায়। ওই ঘটনায় যুবক কামরুজ্জামান শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাবো গ্রামের জাকির হোসেন দুলাল, তার কন্যা জাহিদা আক্তার, তার স্ত্রী নুরুন্নহার, ছেলে রাহাত হোসেনকে অভিযুক্ত করা হয়। তবে এ ঘটনায় তদন্ত হলেও মামলা হিসেবে রুজু হয়নি। যুবক কামরুজ্জামান শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।অভিযোগ সূত্রে জানা গেছে, গেল বছরের ১ সেপ্টেম্বর যুবক কামরুজ্জামানের সাথে গফরগাঁও এর টাংগাবো গ্রামের জাকির হোসেন দুলালের কন্যা জাহিদা আক্তারের সাথে রেজিস্ট্রি কাবিনমূলে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যুবকের অবাধ্য আচরণ শুরু করে সে। এ ঘটনায় শাসন করতে গেলে যুবককে অভিযুক্তরা নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে বিয়ের মাসখানেক পর যুবকের স্ত্রী জাহিদা আক্তারকে তার বাবার বাড়ির লোকজন বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে গেলে আর ফিরে আসেনি। এরপর বেশ কয়েকবার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন তার স্ত্রীকে ফেরত দেয়নি। দুই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করেও ওই যুবক ও তার পরিবার নিজ বাড়িতে নিয়ে আসতে ব্যর্থ হয়। এ ঘটনায় পর পর তিনবার আইনি নোটিশ দিয়েও যুবক ও তার পরিবার কোনো সুফল পায়নি।এদিকে, সম্ভাব্য সকল উপায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের ২ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে ওই যুবক জাহিদা আক্তারকে তালাক প্রদান করেন। পরে পারিবারিক ও সামাজিকভাবে ওই যুবক আরেকটি বিয়ে করেন। এরপর গত ২৮ সেপ্টেম্বর জাহিদা আক্তার ময়মনসিংহ ৭ নং আমলী আদালতে ওই যুবক ও তার পরিবারের সদস্যদের নামে একটি যৌতুকের মামলা করেন। ওই মামলায় যুবক আদালত থেকে জামিনে মুক্তি পান। এদিকে, গত ২৮ সেপ্টেম্বর তালাকপ্রাপ্ত জাহিদা আক্তার দুই মাসের একটি শিশুপুত্র নিয়ে যুবকের বাড়িতে উঠে ওই যুবকের সন্তান বলে দাবি করে। এরপর থেকে জাহিদা আক্তার যুবকের বাড়িতে অবস্থান করছে। জাহিদা আক্তার যে কোনো ধরণের অঘটন ঘটানোরও হুমকি দিচ্ছে। এ অবস্থায় যুবক তার নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরে অবস্থান করছেন। কিন্তু সন্তান সম্ভবার কথা ওই যুবক এবং যুবকের পরিবারের কাছে গোপন রাখা হয়। যুবকের বাড়ির অন্যান্য সদস্যরা দুই এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানায় অভিযোগ দিয়েও কোনো সমাধান না পেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক নাহিদ হাসান জানান, যুবক কামরুজ্জামানের অভিযোগ পেয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ঘটনা তদন্ত করেন। এতে অভিযোগের সত্যতা পান এবং দুই পক্ষকে আদালত অথবা স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ প্রদান করেন।এ বিষয়ে গাজীপুর জেলা জজ আদালতের আইনজীবী এমদাদুল হক মাসুম বলেন, পারিবারিক আদালতের স্মরণাপন্ন হলে আদালত এ ব্যাপারে সমাধান দিতে পারেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া