পেছালো ঢাকা ওয়াসার এমডি নিয়োগ সংক্রান্ত রিট শুনানি

পেছালো ঢাকা ওয়াসার এমডি নিয়োগ সংক্রান্ত রিট শুনানি

ঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে নিয়োগ সংক্রান্ত রিটের শুনানি পিছিয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনকারীর পক্ষে সময় আবেদন করা হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।

পরে তিনি বলেন, যখন রিট করেছিলাম তখন এমডি নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিলো। এ জন্য প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিলো। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই আবেদনকারী পক্ষ এ বিষয়ে একটি সম্পূরক আবেদন করবে। এ জন্য সময় আবেদন করেছি। আদালত ‘নট দিস উইক’ (এ সপ্তাহে নয়) বলেছেন। ফলে আগামী সপ্তাহে এটি শুনানি হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

রিটে এলজিআরডি সচিব, অতিরিক্ত সচিব (পানি সরবরাহ শাখা), ঢাকা ওয়াসা (পক্ষে এমডি) এবং সচিবকে বিবাদী করা হয়।

আবেদনে প্রকৌশলী তাকসিম এ খানকে এমডি হিসেবে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব সংক্রান্ত ১৯ সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছিলো।

এর মধ্যে ওয়াসার এমডি নিয়োগে প্রস্তাব অনুমোদিত হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট