এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দেয়ার নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক: এস আলম গ্রুপের বিরুদ্ধে এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংক, বিএফআই ও দুদককে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। গত ৪ আগস্ট একটি ইংরেজি জাতীয় দৈনিকে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি হাইকোর্টের উল্লিখিত বেঞ্চের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেন।আদালতে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি তুলে ধরে শুনানিতে অংশ নেন আইনজীবী সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানিতে অংশ নেন।

Leave a reply

Minimum length: 20 characters ::