৬০টি বিদেশি মোবাইল সেট জব্দ 

৬০টি বিদেশি মোবাইল সেট জব্দ 

ঢাকারাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়ান প্লাস প্রো ব্র্যান্ডের ৬০টি মোবাইল সেট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই মোবাইল সেটগুলো জব্দ করা হয়।

কাস্টমস হাউসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী পয়েন্টে নজরদারি করতে থাকেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। গ্রীণ চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে ৫৮৪ এর যাত্রী জাহাঙ্গীর আলমকে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে ওয়ান প্লাস প্রো ব্র্যান্ডের ৬০টি মোবাইল সেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট