ফুটবলারের বিরুদ্ধে গোয়েন্দা

ফুটবলারের বিরুদ্ধে গোয়েন্দা

স্পেনের ক্যানারি দ্বীপবাসী ৮০’র দশকের টেলিভিশন ও চলচ্চিত্র নতুন করে উপভোগ করছেন! কেননা স্থানীয় ক্লাব লাস পালমাস তাদের ফুটবলার তানা-কে নজরে রাখতে গোয়েন্দা ভাড়া করেছে।

লাস পালমাস মূলত এই মিডফিল্ডারকে কিভাবে ক্লাব থেকে হটাতে হয় সেই চেষ্টাই করছে।

যেখানে গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছিল এবং তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে এক গোয়েন্দা নিয়োগ দেওয়া হয়।

সাদেনা কোপের বরাতে এই নিউজটি নিশ্চিত করেছে স্প্যানিশ দৈনিক মার্কা।

ক্লাবটি এখন চায় তানার অনুপযুক্ত আচরণগত ব্যাপারগুলো খুঁজে বের করুক গোয়েন্দা, যাতে করে ২০২৩ সাল পর্যন্ত থাকা চুক্তিটি তারা বাতিল করতে পারে।

তানার পেছনে লাগা গোয়েন্দা একমাস অনুসরণ শেষে ক্লাবকে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের নথি জমা দিয়েছে। তবে জানা গেছে, তানার আইনজীবীও ইতোমধ্যে অভিযোগ নিয়ে এসেছেন।

যদিও স্প্যানিশ ফুটবলারদের ইউনিয়ন এএফই অনুরোধ করে জানিয়েছে, গত মৌসুমের পাওনা যাতে মিটিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে অবশ্য তানা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে তার কাছের মানুষরা জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লার সাম্রাজ্য ভেঙে বরিশালের লঞ্চে বিপিএল ট্রফি

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব