মো: গোলাম মোস্তফা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-০২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার।
বুধবার দুপুরে (২৪ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন সংগ্রহকালে জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক কাওসার আলী এবং জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আকতার হোসেন উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার আলী জানান, দলের সিদ্ধান্তই চ‚ড়ান্ত। তবে আলমগীর সরকারও একজন যোগ্য নেতা। তিনি নির্বাচনে থাকলে ভালো করবেন।
জানতে চাইলে জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার বলেন, নীলফামারীর পুরো নির্বাচনী এলাকা আমার চেনা ও জানা। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত থাকার সুবাদে তৃণমুল পর্যন্ত আমার ব্যাপক পরিচিতি রয়েছে।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদে দুইবার চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি ও নীলফামারী পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে অল্পকিছু ভোটে পরাজিত হই।জনগনের সমর্থনের বিষয়টি মাথায় রেখে আগামী নির্বাচনে আমি প্রার্থী হতে চাই।
প্রসঙ্গত নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেলকে। তিনি প্রার্থী হিসেবে গণসংযোগ করে আসছেন এলাকায়।