জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠানটি এ বছর যাত্রা শুরু

জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠানটি এ বছর যাত্রা শুরু
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠানটি এ বছর যাত্রা শুরু করেছে । এ স্কুলে রয়েছে খেলাধুলার সুব্যবস্থা।  সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে অভিজ্ঞ ব্যক্তিদের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীরা গান, আবৃত্তি, বিতর্ক অনুশীলন করতে পারবে৷ এছাড়া রয়েছে ইয়োগা ক্লাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাব৷ আজ বৃহস্পতিবার সকালে
প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন। নতুন স্কুলে, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে অনেক উৎফুল্লতা লক্ষ্য করা যায়। আনন্দঘন পরিবেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাইনউদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ( রাজস্ব শাখা অতিরিক্ত দায়িত্ব অর্পিত সম্পত্তি শাখা) হোসনে আরা তান্নি, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত