বিমা কোম্পানি আইপিওতে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে পারবে

বিমা কোম্পানি আইপিওতে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে পারবে

ঢাকা: ২৬ ইন্স্যুরেন্স কোম্পানিকে ফিক্সড প্রাইস মেথডের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সর্বনিম্ন ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এখন থেকে পুঁজিবাজার থেকে কোম্পানিগুলো ১৫ কোটি টাকা সংগ্রহ করতে পারবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৪১তম নিয়মিত সভায় এই অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইন্স্যুরেন্স ডেভলপমেন্ট অ্যান্ড রেগুলেটিরি অথরিটির (আইডিআরএ) আবেদনের প্রেক্ষিতে বিএসইসি ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফিক্সড প্রাইস মেথডের মাধ্যমে আইপিওতে সর্বনিম্ন ৩০ কোটি টাকা মূলধন উত্তোলনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে।

ফলে উক্ত ২৬টি ইন্স্যুরেন্স কোম্পানি ফিক্সড প্রাইস মেথডের মাধ্যমে আইপিওতে সর্বনিম্ন ১৫ কোটি টাকা বা তার বেশি মূলধন উত্তোলন করতে পারবে।

এরই প্রেক্ষিতে শিগগিরই একটি নোটিফিকেশন জারি করবে কমিশন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুঁজিবাজারে সূচকের বড় পতন

আবার কমলো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ১৩ হাজার টাকা