আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। শুক্রবার এ ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এক বছরের মেয়াদের পর তিনি নতুন প্রধানমন্ত্রীর জন্য জায়গা ছেড়ে দেবেন।গত সেপ্টেম্বরে অসুস্থতার কারণে পদত্যাগ করেন শিনজো আবে। এরপর সুগা দায়িত্ব গ্রহণ করেন। সরে দাঁড়ানোর জন্য ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনেও তিনি অংশ নেবেন না। তার দল নতুন নেতা বেছে নেবে, যিনি প্রধানমন্ত্রী হবেন।সুগা সাংবাদিকদের বলেন, আমি করোনা ভাইরাস মহামারির দিকে মনোনিবেশ করতে চাই, তাই আমি এলডিপি নির্বাহী সভায় বলেছিলাম, আমি দলীয় নেতৃত্বের দৌড়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।ক্ষমতাসীন এলডিপি কর্মকর্তারা বলেছেন, ২৯ সেপ্টেম্বর দলের নির্বাচনে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত সুগা পদে থাকবেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।