পঞ্চগড়ে নৌকাডুবি: তদন্ত কমিটির সময় বাড়লো

পঞ্চগড়ে নৌকাডুবি: তদন্ত কমিটির সময় বাড়লো

নিউজ ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসন।এদিকে জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির সময় আরও তিনদিন বাড়ানো হয়েছে।  বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি  নিশ্চিত করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম।ডিসি জহুরুল ইসলাম  বলেন, নৌকাডুবির ঘটনায় সবাই উদ্ধার অভিযানের সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত প্রতিবেদন দিতে আরও তিনদিনের সময় চেয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে আবেদন করেছে কমিটির প্রধান। তাই সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে তাদের তিনদিনের সময় বাড়ানো হয়েছে।গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি