অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার, আটক ৩

অ্যাম্বুলেন্সে করে মাদক পাচার, আটক ৩

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হল, যশোর কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্স যোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের গতি রোধ করে তল্লাশি করা হয়। এ সময় ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ির চালকসহ ৩ জনকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান অ্যাম্বুলেন্সটি তাদের হাসপাতালের বলে স্বীকার করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু