ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রেসিডেন্ট পদ থেকে শনিবার (১৫ আগস্ট) সরে দাঁড়ালেন ক্রিস নেনজানি। এই পদে তার মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই পদত্যাগ করলেন তিনি।প্রশাসনিক ঝামেলার মুখে নেনজানি চাপের মুখে ছিলেন তিনি।সংস্থাটির চিফ অপারেটিং অফিসার নাসেই অপিয়াকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যে ও পুরুষ ক্রিকেট দলের কালচারাল ক্যাম্প শুরু হওয়ার একদিন পরেই তিনি সরে গেলেন। আগামী ৫ সেপ্টেম্বর রয়েছে সিএসএ’র বার্ষিক সাধারণ সভা । আর এ সময় পর্যন্ত পদটি খালি থাকবে।এর আগে গত জুনে বরখাস্ত হওয়া সাবেক সেলস এন্ড স্পনসরশিপের হেড ক্লাইভ এক্সটিনের সাথে অপিয়া সিএসএকে বরখাস্ত করার সিদ্ধান্তের জন্য আদালতে অভিযোগ দিচ্ছেন। বিভিন্ন গুরুতর অন্যায়ের অভিযোগে আপিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।এদিকে, সাময়িক বরখাস্ত সিইও থাবাং মোরো গত সপ্তাহে সিএসএর সাথে সাক্ষাৎ করলেও তার মামলা সমাধানে পৌঁছায়নি। এটি এই সপ্তাহে শেষ হওয়ার আশা করা হচ্ছে।