তিন কিশোর নিহতের ঘটনায় বরখাস্ত ৫ কর্মকর্তা

তিন কিশোর নিহতের ঘটনায় বরখাস্ত ৫ কর্মকর্তা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার হওয়া ওই কেন্দ্রের ৫ কর্মকর্তাকেই সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। বরখাস্তকৃতরা হলেন- ওই কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, প্রবেশন অফিসার মুশফিকুর রহমান, শরীরচর্চা শিক্ষক ওমর ফারুক ও কারিগরি শিক্ষক শাহানুর আলম। এর মধ্যে সহকারী পরিচালক আব্দুল্লাহ মাসুদকে ঘটনার পরদিন সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সমাজসেবা কার্যালয় যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা ৫ কর্মকর্তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে চারজনকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। একজনকে আগেই বরখাস্ত করা হয়েছিল।

উল্লেখ্য, বরখাস্ত হওয়া ৫ কর্মকর্তাই গ্রেফতার হয়ে রিমান্ডে আছেন। পুলিশ তাদের জিজ্ঞাসবাদ করছে। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে তিন কিশোর নিহত হয়। আহত হয় ১৫ জন। প্রথম দিকে শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি শিশু-কিশোরদের দুই গ্রুপের মারামারি বলে প্রচার করেন। কিন্তু পরে তদন্তে উঠে আসতে থাকে যে, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পিটুনিতেই হতাহতের ঘটনা ঘটে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা

মাদারীপুরে গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন এক মহিলা নিহত