ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে অধিক গুরুত্ব দেবে বাইডেন

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে অধিক গুরুত্ব দেবে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বলেছেন, তার সরকার ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেবে। সেই সঙ্গে দুই দেশের বন্ধুত্বের ফলে তারা ছাড়া কোন বৈশ্বিক সমস্যা সমাধান হবে না। নির্বাচনী ক্যাম্পেইনে দিয়ে এসব ঘোষণা দেন জো বাইডেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সীমান্ত সমস্যাসহ কোন রকম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।বাইডেনের পক্ষে আরও জানানো হয়, ভারতকে সঙ্গে নিয়ে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর মতো হুমকি হয়ে উঠা দেশগুলো থেকে মুক্তি দিতে কাজ করবে আমেরিকা।প্রায় ৪০ লক্ষ আমেরিকান ও ভারতীয় এক সঙ্গে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার মতো একত্রে কাজ করার ঘোষণা দেয় বাইডেন। এসময় আমেরিকান ও ভারতীয়দের মনের মতো বাইডেন প্রশাসন গড়ে উঠবে বলেও ঘোষণা দেওয়া হয়। বলা হয়, দুই দেশ এক সঙ্গে কাজ করে কোভিড-১৯ মহামারি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করবে এবং দুই দেশ এক সঙ্গে এগিয়ে যাবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি