পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে দুই কিশোর-কিশোরীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুন) ভোর রাতের দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- বিরাজলা গ্রামের মো. মজিবর রহমানের ছেলে সোহেল (১৯) এবং একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে নাসরিন আক্তার (১৩)। নিহত সোহেল সদ্য এসএসসি পাস করেছিল। আর নাসরিন অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, নিহত ওই দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। ধারণা করা হচ্ছে, ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।