বান্দরবানে পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল খুলছে না

বান্দরবানে পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল খুলছে না

বান্দরবানের পর্যটনকেন্দ্র এবং আবাসিক হোটেল-মোটেলগুলো এখনই খুলে দেওয়া হচ্ছে না। ঈদুল আজহার পরও করোনাভাইরাসের সংক্রমণ না কমায় এগুলো খোলা যাচ্ছে না। সপ্তাহখানেক পরে জেলা করোনা প্রতিরোধ কমিটি সভা ডেকে পর্যালোচনা করার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। জেলা প্রশাসন থেকে ঈদের আগে বলা হয়েছিল, ঈদ ও জাতীয় শোক দিবসের পরে ১৭ আগস্ট থেকে পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল খুলে দেওয়া হবে। করোনাভাইরাসের বিস্তার রোধে মার্চের মাঝামাঝি থেকে প্রায় পাঁচ মাস ধরে পর্যটনকেন্দ্র ও এর ব্যবসা বন্ধ রয়েছে।জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, কোরবানি ঈদে লোকজনের চলাচল বেড়ে গিয়েছিল। এ জন্য করোনা সংক্রমণ উঠা-নামা করছে। তবে প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্যবিধি না মানলে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। সিভিল সার্জন কার্যালয়ের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ক্যথোয়াইপ্রু প্রিন্স বলেন, জেলায় শনিবার পর্যন্ত করোনার শনাক্তের সংখ্যা ৬২১। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৪ জন। জেলা শহরে আক্রান্তের সংখ্যা ৪২৯। জেলায় কম আক্রান্তের সংখ্যা থানচিতে ১২ ও রুমায় ১৬। সেখানে বর্তমানে কোনো কোভিড-১৯ রোগী নেই।আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ বলেন, কাল সোমবার থেকে পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল খুলে দেওয়া হবে জেনে তাঁরা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু পরে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো খোলা যাবে না। তবে প্রশাসনের আদেশ পেলে যেকোনো সময় চালু করার প্রস্তুতি তাঁদের রয়েছে।পর্যটনকেন্দ্র এবং হোটেল-মোটেল চালু করার বিষয়ে জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানালেন, এগুলো খুলে দেওয়ার বিষয়ে ঈদের আগে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এখন দেখা যাচ্ছে, করোনার সংক্রমণ এখনো রয়ে গেছে। এ জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত ছাড়া কেউ এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। সপ্তাহখানেকের মধ্যে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে করোনা কমিটির সভা ডাকা হবে। সেখানেই সবার মতামত নিয়ে পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পটুয়াখালীর দুমকীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ভোলার মাদক বিক্রেতা সাগর চাঁদপুর লঞ্চঘাটে আটক