বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকায় খালের পানিতে ডুবে তাজ উদ্দীন (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।মৃত তাজ ওই এলাকার নোভেল হাওলাদারের (৩০) ছেলে। বাবা নোভেল হাওলাদার জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল তাজ উদ্দীন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির কোথাও তাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজি একপর্যায়ে বাড়ির পাশের স্লুইস গেট সংলগ্ন খাল থেকে তাজকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশু তাজের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।