নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া:আটক ৪

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া:আটক ৪

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় মহানগর বিএনপির সভাপতিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বিএনপির মিছিলে পুলিশ বাঁধা দেয়ায় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও শর্ট গানের রাবার বুলেট নিক্ষেপ করলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোসফা রাসেল জানান, ধাওয়া-পাল্টা ও ধস্তাধস্তির সময় ৩ পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ ৪ জনকে আটক করে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a reply

Minimum length: 20 characters ::