নিজস্ব প্রতিবেদক : সারাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, নবগঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি বুধবার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া ১ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি বছরব্যাপী সমাবেশ করবে এবং মুজিববর্ষ উপলক্ষে সংকলন ও স্মরণিকা প্রকাশ করবে। সকালে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির এ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি চলমান সিটি করপোরেশন, পৌরসভা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে দলের নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওবায়দুল কাদের বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বিভক্তির মধ্যে আছে। এই বিভক্তি মুক্তিযুদ্ধের অর্জন এবং চেতনাকে দুর্বল করে দিচ্ছে। স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওবায়দুল কাদের বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির প্রতিভূ বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে। তাদের চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই। জনগণের মুখোমুখি দাঁড়ানোর সৎ সাহস এবং রাজনৈতিক অবস্থানও নেই। বিএনপি নেতারা হঠাৎ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে। তারা শীতনিন্দ্রায় রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। উপকমিটির চেয়ারম্যান রশিদুল আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আরোমা দত্ত এমপি, ডা. নুজহাত চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, সাংবাদিক শাহেদ চৌধুরী, শেখ নাজমুল হক সৈকত প্রমূখ।