প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৪২ জনের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
এনিয়ে করোনায় দেশটিতে গত চার দিন ধরে টানা ১২’শ এর বেশি মৃত্যু হল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, তাহলে কী যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হল?
সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বিগত সপ্তাহগুলোর তুলনায় বর্তমানে বিভিন্ন রাজ্যজুড়েই সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। সেইসঙ্গে হাসপাতালগুলোতে ফের করোনা রোগীতে পূর্ণ হচ্ছে।
পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৬৮ জনে।
এছাড়া শুক্রবার দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৯ হাজার। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৫ লাখের বেশি জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান।