অনলাইন স্কুল থেকে বঞ্চিত বিশ্বের ৪৬ কোটির বেশি শিশু: জাতিসংঘ

অনলাইন স্কুল থেকে বঞ্চিত বিশ্বের ৪৬ কোটির বেশি শিশু: জাতিসংঘ

পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে বিশ্বের ৪৬ কোটি ৩০ লাখ শিশু অনলাইন স্কুল কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, ১০০টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে দেখা গেছে যে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পূর্ব আফ্রিকার শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ নিয়ে জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, শিশুদের পড়লেখায় বাধার ফলে আগামী কয়েক দশক ধরে অর্থনীতি ও সমাজে এর প্রতিকূলতা অনুভূত হতে পারে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা