ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রাজধানীর রমনা পার্ক।
রোববার (২৭ সেপ্টেম্বর) পার্ক দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর এবং হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, এখন থেকে পার্কটি প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে গত ৮ আগস্ট একটি রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৭ সেপ্টেম্বর পার্কটি খোলার আদেশ দেন।
সেই আদেশের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্কটি খুলে দেওয়া হয়েছে বলে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই পার্কটি বন্ধ হয়।