আরাকান আর্মির হাতে আটক তিন পণ্যবাহী জাহাজ এখনো মুক্ত হয়নি

আরাকান আর্মির হাতে আটক তিন পণ্যবাহী জাহাজ এখনো মুক্ত হয়নি

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি:মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসা তিনটি পণ্যবাহী জাহাজ গত বৃহস্পতিবার নাফ নদীতে আরাকান আর্মি আটক করেছিল। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “মিয়ানমারের জলসীমা থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী জাহাজ আটকের খবর শুনেছি। তবে এ বিষয়ে বন্দর সংশ্লিষ্ট কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

এদিকে, টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানিয়েছেন, জাহাজ তিনটি মুক্ত করার জন্য মিয়ানমারের ব্যবসায়ীদের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ চালানো হচ্ছে।

পণ্যবাহী জাহাজগুলোতে থাকা মালামালের মূল্য এবং প্রয়োজনীয়তা উল্লেখ করলে প্রতিবেদন আরও তাৎপর্যপূর্ণ হতে পারে। এছাড়া মিয়ানমার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সংযোজন প্রতিবেদনকে আরও তথ্যবহুল করবে।

Leave a reply

Minimum length: 20 characters ::